এবিএনএ : বিশ্বকাপ ফাইনাল শেষে দেখে নিবো সর্বাধিক রান সংগ্রাহক ও উইকেট শিকারীর তালিকা। পরিবর্তন হয়নি সর্বাধিক রান সংগ্রাহকের। ৯ ম্যাচে ৬৪৮রান নিয়ে সবার উপরে রোহিত শর্মা। দ্বিতীয় স্থানে ডেভিড ওয়ার্নার। আর ৬০৬ রান নিয়ে তিনে সাকিব আল হাসান। এর পরের স্থানে আছে কেন উইলিয়ামসন ও জো রুট।
তবে সেরা ৫ বোলারের তালিকায় এসেছে রদবদল। ২৭ উইকেট নিয়ে যথারীতি প্রথম স্থানে মিচেল স্টার্ক। ফাইনালে তিন উইকেট পাওয়ায় মোস্তাফিজকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন কিউই পেসার লকি ফার্গুসন। মোস্তাফিজুর রহমান ও জোফরা আর্চ্যারের উইকেট সমান ২০টি করে।
Share this content: