জাতীয়বাংলাদেশলিড নিউজ

সরাইলে বাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৪

এবিএনএ : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত ১০ জন।

রোববার সকাল ৭টার দিকে সরাইল উপজেলার মালিহাতা নামে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই বাসের যাত্রী। আহতদের স্থানীয় ও জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন- বাসের হেলপার মুমিন মিয়া (৩৮) ও যাত্রী সৈয়দ হোসেন (৫৫), পারভীন (৩০) ও তার শিশু পুত্র নূরুন্নবী (৩ মাস)।

সরাইল বিশ্বরোড খাটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদের সমকালকে জানান, হবিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী অগ্রদূত পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও সিলেটগামী মালবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজন, স্থানীয় হাসপাতালে নেওয়ার পর একজন এবং ব্রাহ্মণবাড়িযা সদর হাসপাতালে নেওয়ার পর দুইজন মারা যান।

দুঘর্টনার পরপরই এলাকাবাসী উদ্ধার কাজ শুরু করেন। পরে খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়।

Share this content:

Back to top button