

এবিএনএ: আগামী ৩০ মে থেকে শুরু হচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় আসর আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০১৯। ইংল্যান্ডে অনুষ্ঠেয় এ আসরে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পাকিস্তান ক্রিকেট দলের। ১৯৯২ সালে ইমরান খানের অধিনায়কত্বে প্রথম ও শেষবার বিশ্বকাপ শিরোপা জেতে তারা। সেই ইমরান এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী। রাজনীতিতে জড়িয়ে পড়লেও ক্রিকেটের প্রতি এখনও আলাদা টান অনুভব করেন তিনি। তাই তো সম্প্রতি পাকিস্তানের বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করেন ইমরান। তাদের সঙ্গে নিজের ক্রিকেটীয় ও বিশ্বকাপ অভিজ্ঞতা ভাগাভাগি করেন। পাশাপাশি বৈশ্বিক মঞ্চে ভালো করার জন্য কী কী বিষয়ে নজর দিতে হবে সে ব্যাপারেও দিক-নির্দেশনা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। গত ১৯শে এপ্রিল সরফরাজ আহমেদকে অধিনায়ক করে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বিশ্বকাপ মঞ্চে ভালো করার উপায় সম্পর্কে ইমরান খান বলেন, একজন চ্যাম্পিয়ন মাঠে নামে দৃঢ় আত্মপ্রায় ও পরিকল্পনা নিয়ে। জয়ের জন্য দলীয় স্পৃহা থাকাটা খুব গুরুত্বপূর্ণ। তোমাদের প্রতিভা, খেলোয়াড়ি মনোভাব ও নৈপুণ্য দিয়ে পাকিস্তানের নাম উজ্জ্বল করো।