তিনগুণ রহস্য ও রোমাঞ্চে ফিরছেন ‘রানি’! আসছে ‘হাসিন দিলরুবা ৩’
নতুন চমক, প্রেম, প্রতারণা ও খুনের গল্পে আরও বেশি উত্তেজনায় ভরপুর হচ্ছে ‘হাসিন দিলরুবা’-র তৃতীয় কিস্তি


এবিএনএ: তিনগুণ রোমাঞ্চ, মজা আর রহস্য নিয়ে আবারও পর্দায় ফিরতে চলেছেন ‘রানি’। তাপসী পান্নু অভিনীত জনপ্রিয় থ্রিলার সিরিজ ‘হাসিন দিলরুবা’ এবার পা রাখতে চলেছে তৃতীয় অধ্যায়ে। কিছুদিন আগেই চিত্রনাট্যকার কনিকা ঢিলোঁ এবং অভিনেত্রী তাপসী নিজেই জানান দিয়েছিলেন নতুন কিস্তি আসছে। এবার মিলল নিশ্চিত খবর—নেটফ্লিক্সে মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে ‘হাসিন দিলরুবা ৩’।
পিংকভিলা-র সূত্রে জানা গেছে, বর্তমানে সিরিজটির নতুন গল্প লেখার কাজ পুরোদমে চলছে। ‘রানি’ এবং ‘ঋষু’র প্রেম, প্রতারণা আর হত্যাকাণ্ড ঘিরে গড়ে উঠবে এমন এক জগৎ, যা আগের দুই পর্বের তুলনায় আরও বেশি টানটান ও চমকপ্রদ হবে।
প্রযোজনা টিমের দাবি, এই সিজন হবে সম্পূর্ণভাবে তিনগুণ বিনোদনে ভরপুর—থাকবে থ্রিল, টুইস্ট এবং টানটান উত্তেজনা। কিছুদিন আগে তাপসী ইনস্টাগ্রামে ‘ফির অয়ি হাসিন দিলরুবা’-র একটি ক্লিপ শেয়ার করে লিখেছিলেন, “পাগলামিটা মিস করছি, পণ্ডিতজি! বলো দেখি?” উত্তরে কনিকার মন্তব্য, “এইবারে পাগলামি তিনগুণ! ‘পণ্ডিতজি’ শুরু করে দিয়েছেন নতুন কিতাব!”—যা সিরিজপ্রেমীদের উত্তেজনায় ভরিয়ে দেয়।
প্রসঙ্গত, ২০২১ সালে মুক্তি পেয়েছিল ‘হাসিন দিলরুবা’, এবং ২০২৪-এ আসে এর দ্বিতীয় কিস্তি ‘ফির অয়ি হাসিন দিলরুবা’। প্রথম দুই পর্বেই তাপসীর সঙ্গে ছিলেন বিক্রান্ত ম্যাসি, হর্ষবর্ধন রানে ও সানি কৌশল। রহস্য আর রোমাঞ্চে মোড়া গল্প দর্শকদের নজর কাড়ে এবং তাপসীর ক্যারিয়ারে এনে দেয় নতুন গতি।
এদিকে, বলিউড কিং শাহরুখ খানের সঙ্গে ‘ডানকি’ ছবিতেও প্রশংসিত হয়েছেন তাপসী। এবার তার পরবর্তী সিনেমা ‘গান্ধারী’, যা পরিচালনা করছেন দেবাশীষ মাখিজা এবং প্রযোজক কনিকা ঢিলোঁ। সিনেমাটি চলতি বছরেই নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে, যেখানে ইশওয়াক সিং থাকবেন গুরুত্বপূর্ণ চরিত্রে।
তবে আপাতত সমস্ত নজর ‘হাসিন দিলরুবা ৩’-এর দিকে—রানির জীবনে এবার কী চমক অপেক্ষা করছে, তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা।