এবিএনএ: রাশিয়ার ও উত্তর কোরিয়ার পারস্পরিক সম্পর্ককে আরো ঘনিষ্ঠ করতে চায়। বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন তাদের মধ্যকার প্রথম বৈঠকে এমনই প্রত্যাশা ব্যক্ত করেছেন।
বৃহস্পতিবার রাশিয়ার ভ্লাদিভস্তকে প্রথমবারের মতো বৈঠকে বসেছেন পুতিন ও কিম জং উন। বৈঠকের আগে সাংবাদিকদের সামনে পুতিন বলেছেন, ‘আমি আত্মবিশ্বাসী যে, কোরীয় উপদ্বীপের পরিস্থিতি কিভাবে সমাধান করা যায় এবং বর্তমানে যে ইতিবাচক প্রক্রিয়া চলছে তাতে রাশিয়া কিভাবে সহযোগিতা করতে পারে সে বিষয়য়ে ভালোভাবে বোঝাপড়া করতে রাশিয়াতে আজ আপনার সফর আমাদেরকে সমর্থন জোগাবে।’
তিনি বলেন, ‘কোনো প্রশ্ন ছাড়াই দুই কোরীয়দের মধ্যে সংলাপ উন্নয়ন এবং উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক স্বাভাবিককরনে আপনার প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই।’ কিম জং উন রুশ প্রেসিডেন্টের উদ্দেশে বলেন, ‘বিশ্বের মনোযোগ যেখানে কোরীয় উপদ্বীপের ওপর নিবদ্ধিত সেখানে কোরীয় উপদ্বীপের নীতির যৌথ মূল্যায়ণ এবং ভাগাভাগি, সমন্বয় ও আমাদের দৃষ্টিভঙ্গি পর্যালোচনা আমাদের জন্য তাৎপর্যপূর্ণ সংলাপ হবে।’
চলতি বছরের প্রথমদিকে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শীর্ষ বৈঠক করেছিলেন কিম। কিন্তু কোনো সমঝোতা ছাড়াই বৈঠকটি ভেস্তে যায়।