আর আশার বাণী শোনাবেন না হিলারি, ট্রাম্প!

এবিএনএ : মার্কিন প্রেসিডেন্ট হওয়ার নির্বাচনী দৌড়ে অংশ নিয়ে বিশ্ববাসীকে আশার বানী শুনিয়ে প্রশংসিত হয়েছেন হিলারি ক্লিনটন। তবে আপাতত এ কাজ থেকে অবসর নিলেন তিনি। মার্কিন নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ। তাই হিলারিও এবার ফলাফলের অপেক্ষায় প্রহর গুণবেন। নির্বাচনে নানা বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হিলারির মতো তিনিও নিজের প্রতিভা প্রদর্শন বন্ধ করেছেন। গত কয়েকমাসে নর্থ ক্যারোলিনা থেকে মিশিগানে মার্কিন জনগণের মন জয় করতে দুই প্রার্থী যথেষ্ট দৌঁড়ঝাপ করেছেন। তবে কে তাতে সফল হচ্ছেন, তা জানা যাবে খুব শিগগির। কারণ আজই চূড়ান্ত ভোট। তর্ক, বিতর্ক, যুক্তি আর পাল্টা যুক্তিতে ভোটারদের মন আকর্ষণে চেষ্টার কমতি রাখেননি তারা। কখনো খ্যাতনামা রকস্টার, অভিনয়শিল্পী, কখনো সাবেক প্রেসিডেন্ট, কখনো বা পুরনো বন্ধু, সন্তানদের সাথে নিয়ে ডেমোক্রেট ও রিপাবলিকান মনোনীত দুই প্রার্থী ভোট ভিক্ষা করেছেন। দেশকে তারা কে কোথায় নিয়ে যেতে চান সে সম্পর্কে নিজেদের ভিশন সবাইকে জানাতে চেয়েছেন। সর্বশেষ নির্বাচনী প্রচারণায়ও দুই প্রার্থী দেশে পরিবর্তনে আনতে ভোট চেয়েছেন। হিলারি জিতলে তিনিই হবেন আমেরিকার প্রথম নারী প্রেসিডেন্ট। সর্বশেষ প্রচারণায় হিলারি বলেন, ‘আসুন, সবাই মিলে ইতিহাস সৃষ্টি করি।’ ট্রাম্প বলেছেন, ‘আমি সব আমেরিকা বাসী, ডেমোক্রেট, রিপাবলিকান, ইন্ডিপেনডেন্টদের ভোট চাচ্ছি। তাদের ভোট যাচ্ছি, যারা পরিবর্তনের জন্য মুখিয়ে আছে।’
Share this content: