
এবিএনএ : ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে সরকারদলীয় মহাজোটের সঙ্গে সমঝোতা না হলে একক প্রার্থী দেয়ার কথা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ডিএসসিসির মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে দলীয় মনোনয়ন ফরম বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
জিএম কাদের বলেন, ‘সিটি নির্বাচনে যদি সমঝোতা না হয়- তাহলে আমাদের একক প্রার্থী মাঠে থাকবে। এবার আমাদের প্রার্থীদের সম্ভাবনা বেশি দেখছি। প্রার্থী ভালো হোক-মন্দ হোক, তাদের পক্ষে কাজ করতে হবে। না হলে ভবিষ্যতে ব্যবস্থা নেয়া হবে।’ ‘সরকার চাইলেও সবসময় নির্বাচন সুষ্ঠু হয় না’ মন্তব্য করে জাপা চেয়ারম্যান বলেন, ‘সরকার, নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন চাইলেও সব সময় অবাধ-সুষ্ঠু নির্বাচন করা যায় না। অনেক সময় পরিস্থিতির উপর নির্ভর করে নিজেদের ট্যাকেল দিতে হয়। নির্বাচন যারা করবেন, তাদের এ ব্যাপারে সজাগ থাকতে হবে।’
সেন্টার পাহারা দিতে পারলে ভোট করেন : রাঙ্গাঁ
ভোটের সেন্টার পাহারা দিতে না পারলে নির্বাচন থেকে নেতাকর্মীদের বিরত থাকার আহ্বান জানিয়েছেন পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ। তিনি বলেন, ‘ভোটের সেন্টার পাহারা দিতে পারলে ভোট করেন, না হলে দয়া করে মনোনয়ন নেবেন না। ভোট চুরি হলে সেটা তো আপনাকেই ঠেকাতে হবে। চেয়ারম্যান ও মহাসচিব কিছু করতে পারবে না।’
জাপা দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে, দক্ষিণের সেক্রেটারি জহিরুল আলম রুবেলের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সাইফুদ্দিন মিলন, আলমগীর সিকদার লোটন, ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির, গোলাম মোহাম্মদ রাজু, কাউন্সিলর পদপ্রার্থী শেখ মাসুক রহমান, আকতার দেওয়ান, আবুল কালাম আজাদ, সুলতানা আহমেদ লিপি প্রমুখ। অনুষ্ঠানে পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ কাউন্সিলর পদে দলের মনোনয়ন প্রত্যাশিদের হাতে মনোনয়ন পত্র তুলে দেন।
Share this content: