আন্তর্জাতিকলিড নিউজ

ইরানকে অনাকাঙ্ক্ষিত যুদ্ধে জড়ানোর চেষ্টা চলছে : ইরানি রাষ্ট্রদূত

এবিএনএ : ইরানকে  অনাকাঙ্ক্ষিত একটি যুদ্ধে জড়ানোর অনেক চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা নাফার। গতকাল সোমবার রাতে তার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন তিনি।

ইরানি রাষ্ট্রদূত বলেন, ‘ইরানের নেতৃত্ব ও সরকার অত্যন্ত বিচক্ষণ। তাই এসব অপচেষ্টায় তারা সফল হবে না। বর্তমান বিশ্ব বদলে গেছে, যুক্তরাষ্ট্র আর এখন একক শক্তি নয়। তাদের এসব ফাঁকা বুলি ছাড়া কিছুই নেই। বিশ্বে যে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে সবার পিছনে রয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র কোনো বিষয়ে এককভাবে সিদ্ধান্ত নিতে পারছে না উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ‘যুক্তরাষ্ট্র বলেছিল তিন মাসের মধ্যে সিরিয়ায় বাশার আল আসাদকে পদচ্যুত করা হবে। কিন্তু ৮ বছর ধরে তিনি বহাল আছেন। এতেই প্রমাণ করে যুক্তরাষ্ট্র এখন বিশ্বের একমাত্র শক্তি নয়।’

তিনি বলেন, ‘ইরান মধ্যপ্রাচ্যে যুদ্ধ চায় না। এ কারণেই যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন বা সৌদি আরবের চেয়েও ইরানের প্রতিরক্ষা বাজেট অনেক কম। ৬ হাজার মাইল দূরের যুক্তরাষ্ট্র নয়, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা দিতে পারে এ অঞ্চলের দেশগুলোই।’ এ সময় ইরানের রাষ্ট্রদূত ফিলিস্তিনের বিষয়ে বাংলাদেশ সরকারের নীতি প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

Share this content:

Related Articles

Back to top button