এবিএনএ : আগামী জুন মাসের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার সব ওয়ার্ডেই অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র (এসটিএস) নির্মাণ করা হবে বলে জানিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। মঙ্গলবার বিকালে মানিকনগর এলাকায় দক্ষিণ সিটির ৭ নম্বর ওয়ার্ডে করপোরেশনের ৫০তম এসটিএসের উদ্বোধন শেষে মেয়র এই কথা জানান।
মেয়র তাপস বলেন, ‘আজ আমাদের পঞ্চাশতম বর্জ্য স্থানান্তর কেন্দ্রের নির্মাণ সম্পন্ন হলো। বাকি ওয়ার্ডগুলোতেও নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। আমরা আশা করছি, আগামী জুন মাসের মধ্যে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে এই কার্যক্রম সম্পন্ন হবে।’
বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ সিটির আধুনিক কার্যক্রমের বিষয়ে জানিয়ে শেখ তাপস বলেন, ‘নতুন ও আধুনিক যান-যন্ত্রপাতিও আমরা কেনার উদ্যোগ নিয়েছি। যার মাধ্যমে আমরা আশাবাদী, এ বছরের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা একটি আধুনিক রূপ পাবে। ফলে ঢাকা শহরে উন্মুক্ত স্থানে আর বর্জ্য থাকতে পারবে না, থাকবে না। আমরা উন্মুক্ত বর্জ্য থেকে ঢাকাবাসীকে মুক্ত করতে পারব।’
এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর সিতওয়াত নাঈম, সচিব আকরামুজ্জামান, ৫ নম্বর অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন সরকার, সাধারণ আসনের কাউন্সিলদের মধ্যে ৭ নম্বরের মো. সামছুল হুদা কাজল, ৬ নম্বরের মো. সিরাজুল ইসলাম ভাট্টি, ৫ নম্বরের চিত্ত রঞ্জন দাস, সংরক্ষিত আসনের মাকসুদা শমসের প্রমুখ উপস্থিত ছিলেন।