কাশ্মীর সীমান্তে টানা আট রাত ধরে গোলাগুলি, ভারত-পাকিস্তান উত্তেজনায় চরমে

এবিএনএ: কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১ মে) রাতে এ গোলাগুলি চালানো হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও এটি চলমান সংঘর্ষের ধারাবাহিকতা; এই নিয়ে টানা আট রাত সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটল।
এনডিটিভির দাবি অনুযায়ী, বিনা উসকানিতে পাকিস্তান সেনাবাহিনী এলওসি’র বিভিন্ন চৌকি থেকে ছোট অস্ত্র ব্যবহার করে গুলি চালিয়েছে। গুলির লক্ষ্য ছিল জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, নওশেরা ও আখনুর এলাকার ভারতীয় পোস্টগুলো। ভারতীয় বাহিনীও পাল্টা জবাব দিয়েছে।
তবে পাকিস্তানের পক্ষ থেকে এই ঘটনায় কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া এখনও আসেনি। দেশটির সংবাদমাধ্যমগুলোও এ বিষয়ে নীরব।
উল্লেখ্য, ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ এক বন্দুকধারীর হামলায় অন্তত ২৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই পর্যটক ছিলেন। এই ঘটনার দায় স্বীকার করে রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের একটি সংগঠন, যেটিকে পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়্যেবার ছায়া সংগঠন হিসেবে মনে করা হয়।
এই হামলার পর দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক আরও অবনতির দিকে গেছে। ভারত সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করার ঘোষণা দেয়, আর পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তান সিমলা চুক্তি স্থগিত করে এবং আকাশসীমা ভারতের বিমানের জন্য বন্ধ ঘোষণা করে। দুই দেশই একে অপরের নাগরিকদের ভিসা বাতিল করে ৪৮ ঘণ্টার মধ্যে নিজ নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেয়।
বিশ্লেষকদের মতে, ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর এটাই সবচেয়ে বড় নিরাপত্তা সংকট, যা দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে নতুন করে সংঘর্ষের আশঙ্কা বাড়িয়েছে।
Share this content: