গুলির গুজবে ফাঁকা কেনেডি বিমানবন্দর

এ বি এন এ : পরপর কয়েকটি গুলির মতো শব্দে কেঁপে ওঠার পর নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে কে বা কারা গুলি ছুড়েছে, আদৌ সেগুলো গুলির শব্দ ছিল কীনা তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ। হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয় সময় রবিবার সন্ধ্যার (বাংলাদেশ সময় সোমবার ভোররাত) দিকে বিমানবন্দরের বহির্গমন পথের কাছ থেকে গুলির মতো কয়েকটি শব্দ শোনা যায়। গুলির খবর পেয়েই আট নম্বর টার্মিনাল থেকে লোকজনকে সরিয়ে নিতে শুরু করে বিমানবন্দর পুলিশ। কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষ (ফেডারেল এভিয়েশেন অথরিটি) বিমানবন্দরে ফ্লাইট ওঠানামাও সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেয়। বিমানবন্দর পরিচালনাকারী এয়ারপোর্ট অথরিটি অফ নিউ ইয়র্ক অ্যান্ড নিউ জার্সির মুখপাত্র জো পেনতানজেলো জানান, গুলির মতো শব্দ শোনা যাওয়ার পরপরই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানবন্দর খালি করে ফেলা হয়। নিউ ইয়র্ক পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Share this content: