বাংলাদেশরাজনীতিলিড নিউজ

১৪ দলের কর্মী সমাবেশ শুরু

এবিএনএ: আওয়ামী লীগ নেতৃত্বাধীন ক্ষমতাসীন ১৪ দলের কর্মী সমাবেশ শুরু হয়েছে। বিএনপির অব্যাহত মিথ্যাচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ক্ষমতাসীন কেন্দ্রীয় ১৪ দল এ সমাবেশ করছে। আজ শনিবার বিকেল সাড়ে ৩টার পর থেকে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে কাজী বশির মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এতে সভাপতিত্ব করছেন কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ইতোমধ্যে সমাবেশে যোগ দিয়েছেন বেগম মতিয়া চৌধুরী, আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, রাশেদ খান মেনন, আনোয়ার হোসেন মঞ্জু, শরীফ নুরুল আম্বিয়া, নাজমুল হক প্রধান, শিরিন আখতার, নজিবুল বশর মাইজভাণ্ডারি, শেখ শহিদুল ইসলামসহ ১৪ দলের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ। ধারণা করা হচ্ছে, আগামী নির্বাচন সামনে রেখে সরকারবিরোধী নানামুখী ষড়যন্ত্র মোকাবিলায় দেশবাসীকে সজাগ ও সতর্ক রাখতে বিশেষ বার্তা দেবে ক্ষমতাসীন জোটের কেন্দ্রীয় নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button