
এবিএনএ : সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মিনহাদুজ্জামান লীটন বলেছেন, মানুষের সেবা পেশার সাথে যারা জড়িত আছেন তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে মানুষের মন জয় করতে হবে।
তিনি আজ রবিবার দুপুরে সোনাতলা উপজেলা পরিষদের অডিটরিয়াম হলে উপজেলার বিভিন্ন সেক্টরের কর্মচারীদের সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী রুম্পা, আওয়ামীলীগ নেতা প্রভাষক রুহুল আমিন হিরু, উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক শাহনেওয়াজ তালুকদার বাবু, সাংবাদিক বদিউদ-জ্জামান মুকুল, পরিবার পরিকল্পনা পরিদর্শক কামরুজ্জামান কমল, সিএইচসিপি মাহমুদুল হাসান টুটুল প্রমুখ।
মতবিনিময় সভায় উপজেলার কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি, পরিবার কল্যান সহকারী, একটি বাড়ি একটি খামারের মাঠকর্মী, প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক কাম নৈশ্য প্রহরী, উপজেলা পরিষদের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Share this content: