জাতীয়বাংলাদেশলিড নিউজ

সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর

এবিএনএ : নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ার‌ম্যানদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকালে গণভবনে ৫৯ জেলা পরিষদ চেয়ারম্যানের শপথ অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।
তিনি বলেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে দেশের মানুষকে ভালভাবে সেবা দেয়া যায়। এলক্ষ্যে স্থানীয় সরকারকে শক্তিশালী করার উদ্যোগ নিই। আগে জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছিলো। এবার সরাসরি নির্বাচন দেয়া হলো।
তিনি আরো বলেন, শপথ নিয়ে আপনাদের কাজ হবে জনগণের সেবা নিশ্চিত করা। দেশ ও জাতির সেবায় নিয়োজিত হয়ে আপনাদের কাজ করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের অনেক বাঁধা আছে, তা পেরিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।

Share this content:

Back to top button