আন্তর্জাতিকলিড নিউজ

সংস্কৃতির দিকে জোর দিয়ে সৌদি মন্ত্রীসভায় রদবদল

এবিএনএ : পুনরায় মন্ত্রীসভায় রদবদল এনেছে সৌদি আরব। শনিবার করা এই রদবদলে সংস্কৃতির দিকে জোর দেয়া হয়েছে। এ খবর জানিয়েছে বিবিসি। মন্ত্রীসভায় রদবদলের দিকে ইঙ্গিত করে খবরে বলা হয়, গত বছরের জুন মাস থেকে এখন পর্যন্ত দ্বিতীয়বারের মতো সরকারের ভেতরে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনলো সৌদি আরব। ২০১৭ সালে সৌদি বাদশাহ সালমানের পুত্র মোহাম্মদ বিন সালমানকে ক্রাউন প্রিন্স বা সিংহাসনের উত্তরাধিকার হিসেবে ঘোষণা দেয়া হয়। বর্তমানে তিনি সৌদি আরবের উপ-প্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করছেন। এরপর এই জুন মাসে মন্ত্রীসভায় রদবদল আনা হয়েছে। রদবদলে নতুন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন সৌদি বাদশা। মন্ত্রণালয়ের প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে প্রিন্স বদর বিন আব্দুল্লাহকে। তিনি গত বছর এক নিলামে, ৪৫ কোটি ডলার দিয়ে লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা যিশু খ্রিস্টের একটি ছবি কিনেছিলেন।

নতুন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে প্রিন্স বদর বিন আব্দুল্লাহকে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, প্রিন্স বদর বিন আব্দুল্লাহ মূলত মোহাম্মদ বিন সালমানের হয়ে মন্ত্রণালয়টির নেতৃত্ব দিবেন। এপ্রিল মাসে প্রিন্স বদরকে নতুন গঠিত সাধারণ সাংস্কৃতিক বিষয়ক কর্তৃপক্ষের বোর্ড সদস্য হিসেবেও নিয়োগ দেয়া হয়েছিল। এছাড়া তিনি আরো বেশ কিছু শীর্ষস্থানীয় পদের দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে রয়েছে, দেশটির উত্তরাঞ্চলে ঐতিহাসিক পর্যটন এলাকার উন্নয়নের জন্য গঠিত একটি কমিশনের গভর্নরের দায়িত্ব, ‘সৌদি রিসার্চ এন্ড মার্কেটিং গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব ইত্যাদি। নতুন রদবদলে ব্যবসায়ী আহমেদ বিন সুলেইমান আল-রাঝিকে শ্রম ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। পূর্বে এই দায়িত্ব পালন করতেন আলি বিন নাসির আল-ঘাফিস। উল্লেখ্য, সৌদি আরবে বহুদিন ধরে সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয় অভিন্ন ছিল।

Share this content:

Back to top button