
এবিএনএ: সংসদে বিরোধী দল থাকুক, জনগণ তা চায় না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।বৃহস্পতিবার দুপুরে একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। মসিউর রহমান রাঙ্গা বলেন, ৩০০ আসনের মধ্যে ২৮৮টি আসন পেয়েছে মহাজোট। ২৮৮টিতেই মানুষ ভোট দিয়েছে মহাজোটের পক্ষে। সুতরাং আপনাদের ধরে নিতে হবে মানুষ বড় ধরনের কোনো বিরোধী দল চায় না। উন্নয়নের স্বার্থে সংসদে বিরোধী দল থাকুক সেটা চায় না তারা। তিনি বলেন, আমরা আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনের সময়ও ছিলাম, সরকারেও থাকবো। সেটাই আমরা চূড়ান্ত করেছি। আমরা মহাজোটগতভাবে নির্বাচন করেছি। অধিকাংশ এমপিই সরকারের সঙ্গে থাকতে চান। তবে এ বিষয়ে মহাজোটের নেত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নেবেন তা-ই চূড়ান্ত।উল্লেখ্য, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হয়। নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ২৮৮টি আসনে জয়লাভ করে। আওয়ামী লীগ একাই জিতে ২৫৭টি আসনে। আওয়ামী লীগ একাই জিতে ২৫৭টি আসনে। আর ২২টি আসন পায় জাতীয় পার্টি। এই নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭টি আসন। এককভাবে বিএনপি পেয়েছে ৫টি আসন।
Share this content: