আমেরিকালিড নিউজ

করোনা নিয়েই কাজে ফিরে ট্রাম্প বললেন, ‘এটি ঈশ্বরের আর্শীবাদ’

এবিএনএ : করোনাভাইরাস মুক্ত হওয়ার আগেই কাজে যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেহে ভাইরাসের উপস্থিতি শনাক্তের এক সপ্তাহ পার না হতেই স্থানীয় সময় বুধবার ওভাল অফিসে ফেরেন তিনি। সেখানে নিয়মিত ব্রিফিংয়েও অংশ নেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

বেশ সুস্থ বোধ করছেন জানিয়ে এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘খুব ভালো অনুভব করছি। আমি মনে করি এটা আমার জন্য ঈশ্বরের এক আর্শীবাদ স্বরুপ।’ এ সময় মার্কিন প্রেসিডেন্ট জানান, যে চিকিৎসায় তিনি সুস্থ হয়েছেন তা প্রত্যেক মার্কিনিকে বিনামূল্যে দিতে চান তিনি।

ট্রাম্পের চিকিৎসক শ্যঁ কোনলি জানিয়েছেন, ২৪ ঘণ্টারও বেশি সময় প্রেসিডেন্টের শরীরে কোভিড-১৯ এর কোনো উপসর্গ দেখা যায়নি। চার দিন ধরে তার জ্বরও আসেনি। গত শুক্রবার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তাকে আলাদা করে অক্সিজেনও দিতে হয়নি। সোমবার হাসপাতাল থেকে হোয়াইট হাউজে ফেরেন ট্রাম্প। এদিকে, করোনা নেগেটিভ হওয়ার আগেই কোভিড আক্রান্ত প্রেসিডেন্টের কর্মক্ষেত্রে ফেরাকে ‘পাগলামি’ বলে আখ্যা দিয়েছে বিরোধীরা।

Share this content:

Related Articles

Back to top button