বাংলাদেশরাজনীতিলিড নিউজ

সংলাপে যুক্তফ্রন্টের ৭ দফা

এবিএনএ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলের নেতাদের সঙ্গে সংলাপে বসেছেন এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের প্রতিনিধি দলের সদস্যরা। আজ শুক্রবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ব্যাংকুয়েট হলে এ সংলাপ শুরু হয়।

সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সংলাপে যুক্তফ্রন্টের পক্ষ থেকে সাত দফা দাবি তুলে ধরা হয়েছে। দাবিগুলো হলো…

১. নির্বাচন প্রার্থীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড অর্থাৎ সবার জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। সংসদ ভেঙে দিতে হবে। সম্ভব না হলে নিষ্ক্রিয় করতে হবে। এই জন্য নিম্নলিখিত পদক্ষেপসমূহ গ্রহণ করতে হবে।
২. নির্বাচনের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত কর্মচারীদের নির্বাচন কমিশনের অধীনে ন্যাস্ত করতে হবে। ক.নির্বাচন কমিশন ১০০ ভাগ প্রেসিডেন্টের অধীনস্থ করতে হবে। খ.তফসিল ঘোষণার পর এমপিদের সংশ্লিষ্ট এলাকায় কোনো প্রকল্প উদ্বোধন/প্রতিশ্রুতি যাতে না দিতে পারে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রয়োজনীয় আইন করে মন্ত্রী ও এমপিদের সরকারি সুযোগ-সুবিধা প্রত্যাহার করতে হবে। গ.সরকারি দলের প্রর্থীদের বিলবোর্ড, ব্যানার, পোস্টার অপসারণ করা।
৩. নির্বাচনকালীন সরকার চাই। জাতীয় সরকার গঠন : প্রয়োজনে এক দিনের জন্য সংসদ ডেকে জাতীয় সরকার গঠন করা যেতে পারে। অথবা মন্ত্রিপরিষদে বিভিন্ন রাজনৈতিক দল বা জোট থেকে গ্রহণযোগ্য ব্যক্তিদের অন্তর্ভূক্ত করে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় প্রদান করেও একটি সন্তোষজনক নির্বাচনকালীন সরকার গঠন করা যেতে পারে। নির্বাচনে সব ধরনের নিরপেক্ষতা বজায় রাখার উদ্দেশ্যে নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার অথবা বর্তমান সরকারের নির্বাচন বিষয়ে সম্পূর্ণ ক্ষমতা সীমিত করা।
৪. আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের জন্য গর্বের। তারা বিভিন্ন দেশে নির্বাচনকালীন সহিংসতা রোধ ও শান্তি-শৃঙ্খলা রক্ষার কাজ সুনামের সঙ্গে করে আসছে। সুতরাং নির্বাচনের আগে ও পরে যাতে শান্তি-শৃঙ্খলার বিঘ্ন না ঘটে-সেজন্য আমাদের প্রস্তাব:
ক) আমাদের সেনাবাহিনীকে নির্বাচনের দুই সপ্তাহ আগে এবং নির্বাচনের দুই সপ্তাহ পর পর্যন্ত মোতায়েন করতে হবে।
খ) নির্বাচনের দিন সেনাবাহিনীকে সীমিত ক্ষমতা দিতে হবে। যেমন, আটক রাখার ক্ষমতা ও তাদের ভোটকেন্দ্রে থাকতে দিতে হবে। যাতে করে ভোটের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারে।
৫. ইভিএম : আধুনিক এবং বিজ্ঞানমনস্ক নির্বাচনে আমাদের অনেক আগ্রহ আছে।  কিন্তু ইভিএম সম্পর্কিত যেসব প্রশিক্ষণ, অভিজ্ঞতা অর্জন প্রয়োজন—তা আমাদের নির্বাচন কমিশনের কর্মকর্তা ও কর্মচারীদের যথেষ্ট নেই। সেজন্য আমরা এই নির্বাচনে ইভিএম ব্যবহার সঠিক হবে না বলে মনে করি।
৬. নির্বাচনের আগে রাজনৈতিক কারণে আটক বন্দীদের মুক্তি দিতে হবে।
৭. নির্বাচন সম্পর্কিত মামলা নির্বাচনের পর এক মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। সেই লক্ষ্যে প্রয়োজনীয় আইন অতি দ্রুত প্রণয়ন করা।

Share this content:

Related Articles

Back to top button