বাংলাদেশরাজনীতিলিড নিউজ

‌‌’ইসি নিয়ে দ্বিতীয়বার আলোচনার সুযোগ নেই’

এবিএনএ : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের নাম্বার ওয়ান ব্যক্তির সঙ্গে নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপির আলোচনা হয়েছে। তিনি বলেন, রাষ্ট্রপতির সঙ্গে ইসি গঠন নিয়ে আলোচনা হওয়ায় তাদের দ্বিতীয়বার আলোচনার কোনো সুযোগ নেই। সংবিধান অনুযায়ী যা হওয়ার তাই হবে। সার্চ কমিটির মাধ্যমে ইসি গঠনের বিষয়টি হলো রাষ্ট্রপতির এখতিয়ার। এখানে প্রধানমন্ত্রীরও কোনো ভূমিকা নেই।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর সেতুর পশ্চিমপাশে কাঁচপুর, মেঘনা ও গোমতি দ্বিতীয় সেতু নির্মাণ এবং বিদ্যমান সেতু পুনর্বাসন প্রকল্পের পাইলিংক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, সাত খুন মামলার রায় সাম্প্রতিককালে সর্বোচ্চ শাস্তির দিক থেকে বিরল ঘটনা। সাত খুন মামলার এ রায় হলো সংশ্লিষ্ট সকলের জন্য এবং অপরাধীদের জন্য আদালতের কঠোর সতর্কবার্তা।

সেতু তিনটিতে বিশ্বের সবচেয়ে লেটেস্ট টেকনোলজি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, সেতু তিনটি নির্মাণে ব্যয় হচ্ছে সাড়ে ৮ হাজার কোটি টাকা। এতে জাইকা দিবে সাড়ে ৬ হাজার কোটি টাকা এবং বাংলাদেশ সরকার দেবে ২ হাজার কোটি টাকা।

তিনি বলেন, নির্মাণ কাজের অনেক বাধা ছিল। গুলশানের হলি আর্টিজানের জঙ্গি হামলায় সাতজন জাপানি নিহত হওয়ার পর কাজ কিছুটা বিলম্বিত হয়েছে। কিন্তু শিডিউলে বিলম্ব হয়নি। ২০১৮ সালের ডিসেম্বর মাসে পদ্মা সেতু খুলে দেওয়া হবে যানবাহন চলাচলের জন্য। একই সঙ্গে কাঁচপুর, মেঘনা ও গোমতি দ্বিতীয় সেতুও যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এ টার্গেটকে সামনে রেখে আমরা এগিয়েছি।

এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক সাইদুল হক, নারায়ণগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী আলীউল হোসেন ও উপ-বিভাগীয় প্রকৌশলী জাকির আলম।

Share this content:

Related Articles

Back to top button