
এবিএনএ: সংবিধান সমুন্নত রেখেই সকল সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন গণফোরাম নেতা ও ঐক্য ফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। ঐক্য ফ্রন্টের দাবি আদায় প্রক্রিয়া অব্যাহত আছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরো বলেন, ১৫ আগস্ট এবং ৩ নভেম্বর দেশকে পিছিয়ে দেয়ার চেষ্টা চলেছিলো। কিন্তু তারা সফল হয়নি। জনগণের মধ্যে ঐক্য থাকলে বাংলাদেশকে কেউ পিছিয়ে দিতে পারবে না।
শুক্রবার বিকেলে রাজধানীর গণফোরাম কার্যালয়ে জেল হত্যা দিবস স্মরণসভায় তিনি এসব কথা বলেন।ড. কামাল বলেন, সংবিধানকে রেখে, সংবিধানকে কেন্দ্র করে ঐক্যবদ্ধভাবে আলাপ আলোচনা করলে সমস্যার সমাধান হওয়া সম্ভব। আরো সংলাপ হবে। একদিনেই সব সমস্যার সমাধান হওয়া সম্ভব না। তিনি বলেন, জাতীয় ঐক্য হয়েছে স্বাধীনতার স্বপ্নকে সামনে রেখে। বাংলাদেশ চিরস্থায়ী হয়েছে, জনগণ নিজেদের জীবন দিয়ে দেশকে রক্ষা করেছে। এই দেশে গ্রাম এবং শহরের মধ্যে বৈষম্য থাকবে না। উন্নয়নের সুষম বণ্টন হতে হবে। কতিপয় লোক উন্নয়নের সুফল পাবে, তা হবেনা। ঐক্যকে সুসংহত করে, দেশ গড়ায় এগিয়ে যেতে হবে। বৈষম্য মুক্ত, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ায় সবাইকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান তিনি।জনগণের শক্তিকে চাপে রেখে নিঃশেষ করা যায় না বলেও মন্তব্য করেন তিনি৷এসময় উপস্থিত ছিলেন গণফোরাম মহাসচিব মোস্তফা মহসীন মন্টু, গণফোরাম নেতা সুব্রত চৌধুরী প্রমুখ।
Share this content: