শ্রীলঙ্কা সফরে যাচ্ছে না বাংলাদেশ

এবিএনএ : অবশেষে নানা জল্পনা-কল্পনা শেষে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর নিয়ে সিদ্ধান্তে পৌঁছালো দুই দেশের ক্রিকেট বোর্ড। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই সিদ্ধান্ত হাসি ফোটাতে পারেনি কারো মুখে। দুই বোর্ডের মধ্যে কোয়ারেন্টাইন ইস্যুতে সমঝোতা না হওয়ায় বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কা সফরে যাচ্ছে না। আজ (সোমবার) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বস বলেন, ‘শ্রীলংকা আমাদেরকে সফরের বিধি-নিষেধ নিয়ে একটি শর্ত পাঠিয়েছিল। আমরা সেটি পর্যালোচনা করে দেখেছি। সেখানে উল্লেখিত ১৪ দিনের কোয়ারেন্টাইনে থেকে সফর করা সম্ভব না। ওদের জানানোর পর তারা সরকারের সঙ্গে আলোচনা করে।’

‘কিন্তু ওদের সরকারের নিয়ম অনুযায়ী ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। এটা মানতেই হবে। এই মুহূর্তে ১৪ দিন কোয়ারেন্টাইনে থেকে সফর করা সম্ভব না। লম্বা কোয়ারেন্টাইন শেষে ক্রিকেট খেলার জন্য ক্রিকেটারদের মানসিক অবস্থা থাকবে না। আর তাই আমরা এখন সফরে যেতে রাজি নই। পরিস্থিতি যখন ভালো হবে তখন আমরা নতুন করে সফর নিয়ে ভাববো।’

You May Have Missed