আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় ভূমিধস, ২০০ পরিবার নিখোঁজের শঙ্কা

এ বি এন এ : শ্রীলঙ্কায় অতিরিক্ত বৃষ্টি শেষে হওয়া ভূমিধসে ২০০ পরিবার মাটিচাপা পড়েছে বলে আশঙ্কা করছে রেড ক্রস। দেশটির কেগাল্লে জেলায় তিনটি গ্রামের ওপর এই ভূমিধস হয়েছে। সেখানে উদ্ধার অভিযান চলছে।
গ্রাম থেকে ১৩ জনের দেশ উদ্ধার করা গেছে। আরো তিনজনের মৃতদেহ জেলার অপর এক স্থান থেকে উদ্ধার করা হয়েছে। ভূমিধসের পর ১৫০ জন মানুষকে উদ্ধার করা হলেও ৬০টি ঘর এখনও কাদা-মাটির নিচে রয়ে গেছে।
শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, গত ৩ দিনে প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে হওয়া বন্যায় কমপক্ষে ৩২ জন মারা গেছে। প্রায় তিন লাখ পঞ্চাশ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
উদ্ধার কাজে নিয়োজিত দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ৩০০ জন অফিসার ভূমিধসের পর থেকে সেখানে উদ্ধার কাজে নিয়োজিত আছে। এখন পর্যন্ত ১৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সকাল থেকে এখন পর্যন্ত ১৩ জনের লাশ আমরা পেয়েছি।

Share this content:

Back to top button