আন্তর্জাতিকলিড নিউজ

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে রাজাপাকসের জয়

এবিএনএ: শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক প্রতিরক্ষামন্ত্রী গোটাবায়া রাজাপাকসে (৭০) জয় পেয়েছেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে তিনি সাজিথ প্রেমাদাসাকে পরাজিত করেছেন। আজ রোববার গোটাবায়া রাজাপক্ষের মুখপাত্র কেহেলিয়া রাম্বুকওয়েলা জয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। কেহেলিয়া রাম্বুকওয়েলা এএফপিকে বলেন, ‘আমরা ৫৩ থেকে ৫৪ শতাংশ ভোট পেয়েছি।  এটা পরিষ্কার জয়।  এটা কল্পনাতীত ভোট। গোটা প্রেসিডেন্ট হচ্ছে জেনে আমরা আনন্দিত।  কাল বা পরশু তিনি শপথ নেবেন।’

গোটাবায়া সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ভাই।  ৭০ বছরের গোটাবায়া রাজাপক্ষে সেনাবাহিনীর সাবেক প্রধান ছিলেন।  তামিল গেরিলাদের পরাস্ত করেন তিনি।  ৩৭ বছর ধরে চলা বিচ্ছিন্নতাবাদী যুদ্ধের অবসান ঘটান। এদিকে গোটাবায়ার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজিথ প্রেমাদাসা (৫২) পেয়েছেন ৪৫ দশমিক ৩ শতাংশ ভোট।  সংখ্যালঘু তামিল এলাকায় তিনি বেশি সমর্থন পেয়েছেন।

নির্বাচনের ফল মেনে নিয়েছেন প্রেমাদাসা।  তিনি প্রতিদ্বন্দ্বী গোটাবায়াকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘জনগণের রায়কে সম্মান জানাচ্ছি।  শ্রীলঙ্কার সপ্তম প্রেসিডেন্ট হিসেবে জয়লাভ করায় গোটাবায়া রাজাপক্ষেকে অভিনন্দন।’ নির্বাচন কমিশনের চেয়ারম্যান মাহিন্দা দেশাপ্রিয়া বলেন, ‘১ কোটি ৫৯ লাখ ৯ হাজার ভোটারের মধ্যে প্রায় ৮০ শতাংশ ভোটার গতকাল শনিবার ভোট দেন।’ এ বছরের এপ্রিল মাসে ইস্টার সানডেতে উগ্রবাদীদের হামলায় ২৬৯ জন নিহত হওয়ার পর গোটাবায়া দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন। শ্রীলঙ্কায় চলতি বছরের অনেকটা সময়জুড়ে ছিল রাজনৈতিক অস্থিরতা।  প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের মধ্যে দ্বন্দ্বই ছিল এই সংকটের মূল কারণ।  এর মধ্যেই ঘটে যায় দেশটির ইতিহাসে সবচেয়ে বড় ধরনের জঙ্গি হামলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button