,
প্রচ্ছদ | জাতীয় | আন্তর্জাতিক | অর্থনীতি | আমেরিকা | লাইফ স্টাইল | ভিডিও নিউজ | ফিচার | আমেরিকা | বিনোদন | রাজনীতি | খেলাধুলা | বিজ্ঞান ও প্রযুক্তি | শিক্ষা

শ্রীলঙ্কার সঙ্গে তুলনা অপপ্রচার ও ষড়যন্ত্রের অংশ: ওবায়দুল কাদের

আর্থিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কার অর্থনীতির সঙ্গে বাংলাদেশের তুলনা করে আলোচনাকে ‘অপপ্রচার’ও ‘ষড়যন্ত্রের অংশ’ বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বাংলাদেশের অর্থনীতির ভিত এবং সামগ্রিক অর্থনীতির সূচক শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে রয়েছে। ইনশাল্লাহ বাংলাদেশে কখনো শ্রীলঙ্কার মতো হবে না।

শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত নব নির্বাচিত ইউনিট কমিটির পরিচিতি সভায় বক্তব‌্যকালে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘আজকে তারা উন্নয়নের অপপ্রচার করতে গিয়ে ব‌্যর্থ হয়ে অবশেষে শীলঙ্কার কথা বলছে। বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা হয়ে যাবে। বাংলাদেশ নাকি শ্রীলঙ্কার পথে হাটছে। অনেকে শ্রীলঙ্কার চলমান পরিস্থিতিকে বাংলাদেশের সঙ্গে তুলনা করতে চান।’

‘আমি বলতে চাই, বাংলাদেশের অর্থনীতির ভিত সামগ্রিক অর্থনিীতির সূচক শক্ত ভিতের ওপর দাড় করিয়েছেন বঙ্গবন্ধু কন‌্যা শেখ হাসিনা। যারা আশঙ্কা করছেন তারা না জেনেই বলছেন, কিংবা উদ্দেশ‌্যমুলকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে শেখ হাসিনা বিরুদ্ধে এসব অপ্রচারে নেমেছে।’

তিনি বলেন, ‘শ্রীলঙ্কার মুদ্রাস্ফীতি এখন আকাশচুম্বী। বাংলাদেশের মুদ্রাস্ফীতি অনেকটাই নিয়ন্ত্রনে। দেশের ভেতর বাইরে থেকে ঋন গ্রহনের পরিমান কখনো সহনীয়তার সীমা অতিক্রম করেনি। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে কখনো ঋন খেলাপী হয়নি।’

ওবায়দুল কাদের বলেন, ‘শ্রীলঙ্কায় জাতীয় আয়ের তুলনায় বৈদেশিক ঋনের পরিমান ৬১ ভাগ। বাংলাদেশে জাতীয় আয়ের তুলনায় ভৈদেশিক ঋনের পরমিান ১৩ ভাগ। সুতরাং দেশবাসীকে বলতে চাই, সেসব কল্পকাহিনী প্রচার করা হচ্ছে, যারা করছে, তারা উদ্দেশ‌্যমুলকভাবে করে যাচ্ছে।’

করোনার ধকল কাটিয়ে এই বছর রপ্তানি আয়ের লক্ষ‌্যমাত্রা অতিক্রম করতে যাচ্ছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘রপ্তানি আয়সহ কৃষি, রাজস্ব, রেমিটেন্স আমাদের অত‌্যন্ত সন্তাষজনক। শ্রীলঙ্কার মুদ্রা স্থিতিশীল নয়। ডলারের বিপরীতে অব‌্যাহত অবমুল‌্যায়ন চলছে। আর আমাদের ডলারের বিপরীতে স্থিতিশীল অবস্থানে রয়েছে।’

নিকট অতীতে শ্রীলঙ্কাকে ২৫০ মিলিয়ন ডলার ঋন দিয়ে বঙ্গবন্ধুকন শেখ হাসিনা‌্যা বাংলাদেশের সক্ষমতা দেখিয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘তৃনমুল পর্যন্ত বাংলাদেশের অর্থনীতি ভারসাম‌্যমুলক অবস্থানে রয়েছে। অপপ্রচারকারীদের উদ্দেশ্যে বলতে চাই, অপপ্রচার করে লাভ নেই। বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা হবে না। ইনশাল্লাহ।’

অনুষ্ঠানে আওয়ামী লীগেরে সভাপতিমন্ডলীল সদস‌্য আব্দুর রাজ্জাক, লে. কর্নেল ফারুক খান, অ‌্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক ব‌্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর উত্তরের সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এমম মান্নান কচি বক্তব্য দেন।

Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali
Managing Director: Akbar Hossain
Executive Editor: Mehedi Hasan
E-mail : abnanewsusa@gmail.com
Usa Office: 289 West Koach Avenue, Egg harbor City, New Jersey-08215, Bangladesh Office : 60/1. Purana Paltan (2nd Floor), Dhaka-1000, Usa. Phone: +16094649559, Cell:+8801711040113, +8801912-621573
Server mannarged BY PopularServer
Design & Developed BY PopularITLimited