আমেরিকা

শেষ মুহূর্তেও হিলারির প্রচারণায় ব্যস্ত ওবামা

এবিএনএ : খুব শিগগির সাবেক হবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। কিন্তু নিজের বিদায় নিয়ে নয়, নতুন প্রেসিডেন্ট নির্বাচন নিয়েই বেশি ব্যস্ত তিনি। শেষ মূহুর্তেও দলীয় প্রার্থী হিলারি ক্লিনটনের সমর্থনে কাজ করেছেন তিনি। আমেরিকাকে ঐক্যবদ্ধ রাখা, আমেরিকার উদার ভাবমূর্তি বজায় রাখতে হিলারিকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বারাক ওবামা বলেন, কেবল হিলারিকে জেতাতে নয়, এক অজ্ঞ ব্যক্তিকে নির্বাচন প্রক্রিয়া থেকে সরাতে ভোট দিন। ওবামা হিলারির কঠোর মনোভাব তুলে ধরে বলেন, হিলারি মার্কিনীদের মতই দৃঢ় প্রতিজ্ঞ।

Share this content:

Back to top button