এবিএনএ : খল-অভিনেতার খোলস পাল্টে মনোয়ার হোসেন ডিপজল কয়েকবছর ধরে অভিনয় করছেন পজেটিভ চরিত্রে। লম্বা সময় বিরতি কাটিয়ে তিনি আবার চলচ্চিত্রে ফিরেছেন। অভিনয় করছেন ‘দুলাভাই জিন্দাবাদ’ নামের একটি ছবিতে।
এই ছবিতে ডিপজলের স্ত্রী চরিত্রে অভিনয় করছেন ঢাকাই ছবির প্রিয়দর্শিনী মৌসুমী। আরও এক জুটি হিসেবে দেখা যাবে বাপ্পী চৌধুরী ও বিদ্যা সিনহা মিমকে। ছবিতে মিমের দুলাভাই ডিপজল। মনতাজুর রহমান আকবর পরিচালিত এই ছবির দৃশ্যধারণের কাজ একেবারেই শেষের দিকে।
পরিচালক আকবর বলেন, ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবির সবগুলো সিকোয়েন্স শেষ হয়েছে। বাকি আছে বাপ্পী-মিমের দুটি গান। এখন বৈরী আবহাওয়া বিরাজ করছে। এই অবস্থা কেটে গেলেই গান দুটোর শুটিং করব।’
‘মগের মুল্লুক’ ছবির এই নির্মাতা বলেন, ‘দুলাভাই জিন্দাবাদ’ কবে নাগাদ মুক্তি দেয়া হবে সেটা ঠিক করিনি। গানের শুটিংয়ের পর ডাবিং হবে, কালার কারেকশান হবে, ডিজিটালে মুভ হবে। পোস্ট প্রোডাকশনের সমস্ত কাজ শেষ হলে রিলিজ নিয়ে ভাবব।’ গেল ফেব্রুয়ারি মাসে শুরু হয় ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবির শুটিং। রাজেশ ফিল্মসের ব্যানারে এ ছবির প্রযোজক নাদির খান।