আমেরিকালিড নিউজ

শেখ হাসিনা বিশ্বে গর্ব করার মতো নেত্রীঃ ডক্টর সিদ্দিকুর রহমান

এবিএনএ : যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ সভাপতি ডঃ সিদ্দিকুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে গর্ব করার মতো একজন নেত্রী। তিনি পাঁচ লক্ষাধিক রোহিঙ্গা শরনার্থীকে আশ্রয় দিয়ে বিশ্বে মানবতার অনন্য নজির সৃষ্টি করেছেন। আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবার এজন্য গর্ববোধ করছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা নোবেল পুরস্কার পাওয়ার জন্য রোহিঙ্গাদের আশ্রয় দেননি। নোবেল পাওয়ার জন্য যা যা করা দরকার তার ১শ গুন বেশি কাজ শেখ হাসিনা করেছেন। নোবেল এখন শেখ হাসিনার জন্যই ঘুরবে। শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে নিউইয়র্কে সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ সভাপতি ডঃ সিদ্দিকুর রহমান একথা বলেন।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দিতে স্মরণকালের সর্ববৃহৎ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নিউইয়র্কের ঐতিহাসিক টাইমস স্কয়ার সংলগ্ন হোটেল ম্যারিয়ট মারকুইসে পাঁচ হাজার অতিথি ধারণ ক্ষমতা সম্পন্ন একটি অডিটরিয়ামে উক্ত অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবারের সর্বস্তরের নেতাকর্মী, মুক্তিযুদ্ধের পক্ষের সকল সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের প্রবাসীদের আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানে ২০ মিনিটের একটি ভিডিও প্রদর্শন করা হবে। ওই ভিডিওতে শেখ হাসিনার সরকারের বিভিন্ন কর্মকান্ডের খবর তুলে ধরা হবে বলে জানান।
প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়ে ডঃ সিদ্দিকুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রে শেখ হাসিনার নিরাপত্তার বিষয়ে হোমল্যান্ড সিকিউরিটি, নিউইয়র্ক পুলিশ এবং অন্যান্য সংস্থা সতর্ক পাহারায় থাকবেন। যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবারের নেতাকর্মীরাও সবসময় পাহারায় থাকবেন। বিরোধীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নিয়মানুযায়ী আপনারা প্রতিবাদ করতেই পারেন। আপনারা ব্যানার নিয়ে দাঁড়াবেন। কিন্তু এর বেশি যদি কিছু করা হয় তাহলে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ পরিবার পরিস্থিতি মোকাবেলা করবে।

Share this content:

Related Articles

Back to top button