
এবিএনএ : আজ রোববার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচা ভবন মিলনায়তনে চাষী নজরুল ইসলামের ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় আওয়ামী লীগের সভাপতি এবং ওবায়দুল কাদের দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাঁদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এসময় তিনি আশা প্রকাশ করে বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে দিতে আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কাজ করবেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাংবাদিক মাহফুজ উল্ল্যাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান ডাঃ জাহিদ, জাসাসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনির খান প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চাষী নজরুল ইসলামের সহধর্মীনী।
Share this content: