বাংলাদেশরাজনীতিলিড নিউজ

শেখ রেহানাপুত্র ববিও আওয়ামী লীগের কাউন্সিলর হলেন

এবিএনএ : সজীব ওয়াজেদ জয়ের মতো আওয়ামী লীগের আসন্ন জাতীয় সম্মেলনে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধুর আরেক দৌহিত্র ও শেখ রেহানার পুত্র রেদওয়ান মুজিব সিদ্দিক ববি। সম্মেলন উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ শাখা থেকে পাঠানো কাউন্সিলর তালিকায় ববির নাম রয়েছে বলে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ জানিয়েছেন।
যুক্তরাজ্যে লেখাপড়া করা রেদওয়ান মুজিব সিদ্দিক ববি আওয়ামী লীগের গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন-সিআরআই’র ট্রাস্টি। সিআরআই’র হেড অফ স্ট্রাটেজি অ্যান্ড প্রোগ্রাম হিসেবে কাজ করছেন তিনি। আব্দুস সোবহান গোলাপ গতকাল মঙ্গলবার জানান, রেদওয়ান মুজিব সিদ্দিক ববি মহানগর উত্তরে থাকেন। এর জন্য তাকে উত্তরের কাউন্সিলর করা হয়েছে।
শেখ রেহানার তিন সন্তানের মধ্যে বড় ববির জন্ম ১৯৭৮ সালে। লন্ডন স্কুল অব ইকোনমিকস্ থেকে লেখাপড়া করা ববি জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপির একজন কনসালট্যান্ট। তার এক বোন টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য। দেশটির প্রধান বিরোধী দল লেবার পার্টির নতুন ছায়া সরকারে ‘শ্যাডো এডুকেশন’ দলেও রয়েছেন লন্ডনের হ্যাম্পস্টেড ও কিলবার্ন এলাকার এমপি টিউলিপ।

 

Share this content:

Related Articles

Back to top button