আন্তর্জাতিক

ফিলিপাইন প্রেসিডেন্টের সমালোচক নারী সিনেটর গ্রেপ্তার

এবিএনএ : ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের ভয়াবহ মাদকবিরোধী যুদ্ধের কড়া সমালোচক সিনেটর লাইলা দে লিমাকে (৫৭) গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার দেশটির সিনেট থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার আগে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং আমি নিরাপরাধ। ’ এই নারী সিনেটর দুতের্তের ‘দমনপীড়নের’ বিরুদ্ধে সোচ্চার থাকারও অঙ্গীকার করেন। মাদক পাচারের অভিযোগ প্রমাণিত হলে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। লাইলা দে লিমা বলেন, ‘আমি যে কারণে যুদ্ধ করছি তার জন্য যদি কারাবরণ করতে হয় তাহলে সেটা হবে আমার জন্য সম্মানের। আপনারা আমার জন্য দোয়া করবেন। ’

তিনি আরো বলেন, ‘আমি নির্দোষ। মাদক ব্যবসা থেকে সুবিধা নেওয়ার অভিযোগ সত্য নয়। ’ সিনেটর লিমা বলেন, ‘সত্য একদিন বের হয়ে আসবে। তারা আমাকে সত্য ও ন্যায়ের জন্য এবং দুতের্তে সরকারের পায়কারি হত্যাকাণ্ড ও দমনপীড়নের বিরুদ্ধে যুদ্ধ থেকে নিবৃত্ত ও বিরত রাখতে পারবে না। ’ গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ লিমাকে গ্রেপ্তারের জন্য তাঁর বাড়িতে অভিযান চালানোর পর তিনি সিনেটে অবস্থান নেন। সারারাত তিনি সিনেটে থাকার পর আজ শুক্রবার সকালে সশস্ত্র পুলিশ কর্মকর্তাদের কাছে আত্মসমর্পণ করেন। এরপর তাকে পুলিশের একটি গাড়িতে করে পুলিশ সদর দপ্তরের দিকে নিয়ে যাওয়া হয়। অভিযোগ হচ্ছে, তিনি বিগত বেনিগনো আকুইনো সরকারের আমলে বিচার মন্ত্রী থাকাকালে মাদক পাচারকারী দলের সমন্বয়ক ছিলেন। তবে লিমা ও তার সমর্থকরা জোরালোভাবে দাবি করেছেন, তিনি নির্দোষ। তাদের অভিযোগ, দুর্তেতে সরকার ও তার মাদক যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

Share this content:

Related Articles

Back to top button