জাতীয়বাংলাদেশলিড নিউজ

শীতলক্ষ্যা থেকে নিখোঁজ চার জনের লাশ উদ্ধার

এবিএনএ : নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে একটি যাত্রীবাহী ট্রলারের ছাউনি ভেঙে নদীতে পড়ে যাওয়ার ঘটনায় নিখোঁজ ছয় জনের মধ্যে চার জনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে ঘটনাস্থলে লাশগুলো ভেসে উঠলে স্থানীয়রা নৌ-পুলিশকে জানায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে মরদেহ উদ্ধার করে। উদ্ধারকৃত লাশগুলো হলো, বন্দর উপজেলার মদনগঞ্জ ইসলামপুরের রমিজ উদ্দিনের ছেলে ইমন (১৮), একই এলাকার কানাই মিয়ার ছেলে দ্বীন ইসলাম (৩৫), আনোয়ার হোসেন সালান (৩৫) ও জনি (২৩)।নারায়ণগঞ্জ নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ মো. নেওয়াজ সাংবাদিকদের জানান, গত রবিবার রাতে নারায়ণগঞ্জ সেন্ট্রাল খেয়াঘাট থেকে ছেড়ে যাওয়ার পরপরই স্টিলবডির ট্রলারটির ছাউনি ভেঙে নদীতে পড়ে যায়। পরে সোমবার সকাল থেকে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১৩ জন ডুবুরি উদ্ধার কাজ শুরু করেন। এ ঘটনায় নিখোঁজ ৬ জনের মধ্যে আজ সকালে চার জনের লাশ উদ্ধার করা হলো। বাকিদের উদ্ধারে কাজ চলছে বলেও জানা তিনি। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দীন বলেন, লাশ উদ্ধার করে আপাতত নদীর পাড়ে রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Share this content:

Related Articles

Back to top button