আন্তর্জাতিকলিড নিউজ

শি জিনপিং দ্বিতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট নির্বাচিত

এবিএনএ : চীনের নামে মাত্র পার্লামেন্ট শনিবার সর্বসম্মতিক্রমে শি জিনপিংকে পাঁচ বছরের জন্য দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নিয়োগ দিয়েছে। শি’র সাবেক দুর্নীতি বিরোধী সংস্থার প্রধানকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
কমিউনিস্ট পার্টি নিয়ন্ত্রিত পার্লামেন্টে শি’র নিয়োগটি পূর্ব নির্ধারিত ছিলো। কিন্তু সাবেক দুর্নীতি বিরোধী সংস্থার প্রধান ওয়াং কিশানকে তার ডেপুটি করা হবে কি-না সেটা নিয়ে সকলেরই কৌতুহল ছিলো। শি ন্যাশনাল পিপলস কংগ্রেসের বার্ষিক অধিবেশনে ২ হাজার ৯৭০টি ভোটের সব ভোট পান।
২০১৩ সালে শি ২ হাজার ৯৫২টি ভোট পেয়েছিলেন। তখন এক সদস্য তার বিরুদ্ধে ভোট দিয়েছিলেন এবং তিনজন সদস্য অনুপস্থিত ছিলেন। ওয়াং ২ হাজার ৯৬৯টি ভোট পান। মাত্র একজন সদস্য তার বিরুদ্ধে ভোট দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button