আন্তর্জাতিকলিড নিউজ

ভেনিজুয়েলায় বিক্ষোভকালে নিহত ৪

এবিএনএ : ভেনিজুয়েলার বারকুইসিমেতো নগরীতে অন্তত চার বিক্ষোভকারী নিহত হয়েছেন। শনিবার দেশটির কর্মকর্তারা একথা জানিয়েছেন।
তারা আরো জানান, তিন মাসে সরকার বিরোধী বিক্ষোভে এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮৯ জনে দাঁড়িয়েছে। তবে শুক্রবার রাতের সর্বশেষ রক্তক্ষয়ী এই ঘটনা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। খবর এএফপি’র।
যদিও ভেনিজুয়েলার পার্লামেন্টের অন্তত একজন বিরোধী দলীয় সদস্য জানিয়েছেন, নিহতদের বয়স ২০ বছর থেকে ৪৯ বছরের মধ্যে। তাদেরকে গুলি করে হত্যা হয়েছে।
শনিবার ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উচ্ছেদের দাবিতে বিরোধী দলের এই বিক্ষোভের তিন মাস পূর্ণ হল।
উল্লেখ্য, মাদুরোর মেয়াদ ২০১৯ সাল পর্যন্ত রয়েছে।

Share this content:

Back to top button