জাতীয়বাংলাদেশলিড নিউজ

শিল্প মন্ত্রণালয়ের জমি আর লিজ দেয়া হবে না: আমু

এ বি এন এ : শিল্প মন্ত্রণালয়ের জমি আর লিজ দেয়া হবে না বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। মঙ্গলবার টঙ্গীতে এক অনুষ্ঠানে আমু বলেন, অনেকেই শিল্প কারখানা করার কথা বলে জমি বরাদ্দ নিয়েছেন। কিন্তু সেখানে তারা কোনো শিল্প কারখানা স্থাপন করেননি। তারা সেখানে হাউজিংসহ নানা অবকাঠামো স্থাপন করেছেন।
আমির হোসেন আমু বলেন, শিল্প মন্ত্রণালয়ের এক কাঠা জমিও আর লিজ দেয়া বা বিক্রি করা হবে না। আগে যা লিজ বা বিক্রি হয়েছে তা উদ্ধার করে শিল্প কারখানা স্থাপনের জন্য বরাদ্দ দেয়া হবে।
এটলাস বাংলাদেশ লিমিটেড কারখানা চত্বরে স্বাস্থ্য অধিদপ্তরের ইপিআই প্রকল্পের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জন্য ৫৬২টি মোটরসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমির হোসেন আমু।
মন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে শিল্পসমৃদ্ধ মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ আমাদের সরকারের রাজনৈতিক অঙ্গীকার।

Share this content:

Back to top button