আইন ও আদালতবাংলাদেশলিড নিউজ

শিমুল হত্যা মামলার আসামি পৌর মেয়র কারাগারে

এবিএনএ : সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামি সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মীরুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে তাঁকে কারাগারে পাঠানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ সোমবার বেলা আড়াইটার দিকে পুলিশি প্রহরায় সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় পৌর মেয়র হালিমুল হক মিরুকে। এ সময় বিচারক মোরশেদ আলম তাঁকে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত পরিদর্শক মো. শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

Share this content:

Back to top button