জাতীয়বাংলাদেশলিড নিউজ

শিগগিরই সৌদিতে আগের মত কর্মী প্রেরণ: প্রবাসী কল্যাণ মন্ত্রী

এবিএনএ : খুব শিগগিরই সৌদি আরবে আগের মতই স্বাভাবিক প্রক্রিয়ায় কর্মী প্রেরণ করা সম্ভব হবে বলে জানিয়েছেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

তিনি বলেন, ‘চলতি বছরের আগস্ট থেকে সৌদি আরবের শ্রমবাজার সকল শ্রেণীর কর্মী প্রেরণের জন্য উন্মুক্ত করা হয়েছে।’ তিনি মঙ্গলবার সংসদে সরকারি দলের সদস্য সেলিম উদ্দিনের এক প্রশ্নের জবাবে একথা বলেন।

সৌদির সাথে বর্তমানে বাংলাদেশের অত্যন্ত সুসম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘সৌদি বাংলাদেশের প্রধান শ্রমবাজার হিসেবে বিবেচিত। বর্তমান সরকারের অব্যাহত শ্রম কূটনৈতিক প্রচেষ্টার ফলে সৌদি আরবের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ২০১৫ সালের ৮ থেকে ১১ ফেব্রুয়ারি বাংলাদেশ সফর করেন।’ সফরকালে সৌদির সঙ্গে গৃহকর্মের পেশায় কর্মী প্রেরণের বিষয়ে দু’দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় বলেও তিনি জানান।

তিনি বলেন, ‘এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের ৪ থেকে ৬ জুন একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আরব সফর করেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি বাদশাহ এবং সৌদি সরকারের শ্রমমন্ত্রীসহ দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ থেকে অধিক হারে কর্মী নিয়োগের বিষয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে।

Share this content:

Related Articles

Back to top button