
এবিএনএ : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, শিক্ষা জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। শিক্ষা অর্জনের কোন বয়স নেই। জীবনভর শিক্ষা অর্জন করা যায়।
সোমবার দুপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
গাজীপুরের বোর্ডবাজারে অবস্থিত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত সমাবর্তনে রাষ্ট্রপতি বলেন, জ্ঞানার্জনের ক্ষেত্রে উন্মুক্ত ও দূরশিক্ষণ ব্যবস্থা নবদিগন্তের উন্মোচন করেছে। শিক্ষাদানে নানাবিধ পদ্ধতি ও প্রযুক্তি ব্যবহার করে উন্মুক্ত শিক্ষা বিশ্বজুড়ে সবার কাছে সমাদৃত হয়েছে। প্রথাগত বিশ্ববিদ্যালয়ের বাইরে ব্যতিক্রমধর্মী প্রযুক্তিনির্ভর উন্মুক্ত ও দূরশিক্ষণভিত্তিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পাঠদান কার্যক্রম পরিচালনা করছে।
তিনি বলেন, বর্তমান বিশ্বে উন্মুক্ত শিক্ষা ধারণায় অনেক পরিবর্তন এসেছে। দূরশিক্ষণের পাঠ ভার্চুয়াল শিক্ষাব্যবস্থায় প্রদান করা হচ্ছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালকে ভার্চুয়াল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করতে ওপেন এডুকেশন রিসোর্স, আইসিটি ও অনলাইনভিত্তিক শিক্ষা প্রোগ্রামসহ শিক্ষার্থীদের জন্য লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করতে হবে। আমি জেনে খুশি হয়েছি, এ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে কমনওয়েলথ অব লার্নি (কানাডা)-এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক আশা কানওয়ার সমাবর্তন বক্তৃতা দেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এম এ মাননান।
Share this content: