
এবিএনএ : লাফিয়ে বাড়ছে দেশে করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬ দশমিক ৭৮ শতাংশে পৌঁছেছে। যা আগের দিন ছিল ৫ দশমিক ৭৯ শতাংশ। নতুন শনাক্তের ৮০ শতাংশই ঢাকা মহানগরের বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ১০২ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ১৪৯১ জন। আগের দিন এই সংখ্যা ছিল ১১১৬ জন।সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ৯৩ হাজার ৭০০ জন। গত ২৪ ঘণ্টায় ২১৭ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ৫০ হাজার ৯০৫ জন সুস্থ হয়ে উঠেছেন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনের মধ্যে ১ জন পুরুষ এবং ২ জন নারী। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৭ হাজার ৯৭০ জন এবং নারী ১০ হাজার ১৩২ জন। তাদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২১ থেকে ৩০ বছরের ১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২ জন রয়েছেন। মারা যাওয়া ৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ২ জন, চট্টগ্রাম বিভাগে ১ জন রয়েছেন। মারা যাওয়া ব্যক্তিরা সরকারি হাসপতালে মারা গেছেন।
Share this content: