জাতীয়বাংলাদেশলিড নিউজ

শিক্ষার্থীদের ঘরে ফিরতে বললেন দিয়া-করিমের বাবা-মা

এবিএনএ: আন্দোলনরত শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন বাসচাপায় নিহত দিয়া খানম মিমের বাবা জাহাঙ্গীর ফকির এবং আবদুল করিমের মা মহিমা বেগম। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের মাধ্যমে এই অনুরোধ জানান তারা। জাহাঙ্গীর ফকির সাংবাদিকদের বলেন, ‘সবার কাছে আমার অনুরোধ, যার যার সন্তান, আমরা অভিভাবকরা বুঝিয়ে ঘরে ফিরিয়ে নিয়ে যাই। আমরা একটা শক্ত বিচার পাব, আমরা আশা করি। এটা প্রধানমন্ত্রীর নিজের মুখের কথা।’ তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বুধবার তাদের বাসায় গিয়েছিলেন সমবেদনা জানাতে। তিনিও দোষীদের বিচারের আশ্বাস দিয়েছেন। করিমের মা মহিমা বলেন, ‘সবাই আমার সন্তানের জন্য রাস্তায় নেমেছ। সবই হয়ে গেছে। এখন তোমরা যে যার ঘরে উঠে যাও। তোমাদের সবার কাছে অনুরোধ, তোমরা ঘরে ফিরে যাও।’ বৃহস্পতিবার দিয়া খানম মিম ও আব্দুল করিমের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তাদেরকে ২০ লাখ টাকা করে পারিবারিক সঞ্চয়পত্র দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Share this content:

Related Articles

Back to top button