লিড নিউজশিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়লো ৩১ আগস্ট পর্যন্ত

এবিএনএ : শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। বুধবার (২৯ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চলমান ছুটি ৬ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় ছুটি বাড়ানো হলো।

সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রস্তুতি হিসেবে সিলেবাস সংক্ষিপ্ত করার কাজ শুরু হয়েছে। শিক্ষার্থীদের বয়স ও শ্রেণি অনুযায়ী জ্ঞান অর্জনের বিষয়কে প্রাধান‌্য দিয়ে সিলেবাস সংশোধন করা হবে বলে জানা গেছে। করোনার কারণে চার মাস ধরে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। চলতি বছরের মার্চে এইচএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল, তবে করোনার কারণে তা এখনো হয়নি।

আগামী নভেম্বরে পিইসি-ইবতেদায়ি এবং জেএসসি-জেডিসি পরীক্ষা হওয়ার কথা থাকলেও এসব পরীক্ষা এক মাস পিছিয়ে ডিসেম্বরে নেওয়া হতে পারে। করোনাভাইরাসের সংক্রমণ অব্যাহত থাকায় শিগগিরই খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে শিক্ষাবর্ষ দুই মাস বাড়ানোর বিকল্প চিন্তা করা হচ্ছে।

Share this content:

Related Articles

Back to top button