এবিএনএ : নারায়ণগঞ্জে শিক্ষককে জনগণের সামনে যেভাবে অপমান করা হয়েছে, তা সমর্থনযোগ্য নয়। একজন সংসদ সদস্য যেভাবে শিক্ষককে জনসম্মুখে অপমান (কান ধরিয়ে উঠ-বস) করেছেন, তা ক্ষমাহীন অপরাধ।
বুধবার দুপুরে আওয়াম লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক আলোচনা সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
১৪ দলের মুখপাত্র ও আওয়ামী সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, ১৪ দল মনে করে অপরাধী যে বা যারাই হোক না কেন, আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। শিক্ষক যদি ধর্ম নিয়ে কটূক্তি করেও থাকেন, তাকে দেশের প্রচলিত আইনে শাস্তি দেওয়া হোক। আর তাকে অপমান করে যে বা যারা অপরাধ করেছেন, তাদেরকেও শাস্তির আওতায় আনা হোক।