বিনোদন

শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার, যুবরাজের সঙ্গে মন…

এ বি এন এ : কিম শর্মা। একসময়ে বলিউডে উঠতি নায়িকা হিসেবে খুব দ্রুত লাইমলাইটে এসেছিলেন। কিন্তু তার পরে ক্রমশ হারিয়ে যান স্টারডমের বলয় থেকে।

‘মহব্বতেঁ’ ছবিতে শাহরুখের কথা ভোলার নয়। অমিতাভ বচ্চনের সেই বজ্রগম্ভীর ভূমিকাই বা কয় জন ভুলবেন? ছবিতে শাহরুখ-অমিতাভের সঙ্গে ছিলেন আরও ছয় জন তরুণ-তরুণী, যাদের প্রেমকাহিনী ঘিরে গল্প আবর্তিত হয়েছে। তাদেরই একজন ছিলেন কিম শর্মা।

ছিপছিপে সেই তরুণীকে দেখে সেই সময়ে মুগ্ধ হয়েছিলেন অনেকে। বহু ছবি এবং মডেলিং অ্যাসাইনমেন্ট এসেছিল তার হাতে। শুধু তা-ই নয়, সেই সময়ে ভারতের ক্রিকেটীয় হার্টথ্রব যুবরাজ সিংহের সঙ্গে জড়িয়েছিল তার নাম। সম্পর্ক বহু দূর এগিয়েছিল বলে শোনা যায়। এমনকী দু’জন নাকি বিয়ের কথাবার্তাও ভেবেছিলেন।

কিন্তু এমন গ্ল্যামার বলয় থেকে আচমকা ছিটকে যান কিম। ২০১০ সাল থেকে তাকে আর দেখা যায়নি। বিয়ে করে আফ্রিকা চলে যান কিম। সেখানেই স্বামীর সঙ্গে সেটেল হন তিনি। যোগ দেন স্বামীর ব্যবসায়। বর্তমানে কিম সেখানেই রয়েছেন, চুটিয়ে ব্যবসা করছেন। শোনা যাচ্ছে, তিনি হোটেলও খুলেছেন।

তবে একটি টেলিভিশন শো-এর জন্য তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানা গিয়েছে। কিম সেটিতে কাজ করবেন বলেও নাকি সিদ্ধান্ত নিয়েছেন।

Share this content:

Related Articles

Back to top button