আমেরিকা

শার্লটে কৃষ্ণাঙ্গ হত্যার ভিডিও প্রকাশ

এ বি এন এ : যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার শার্লট শহরে গুলিতে নিহত কৃষ্ণাঙ্গ কিথ স্কটের বডিক্যামেরা ও ড্যাশবোর্ড ক্যামেরার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে পুলিশ।

তাছাড়া একটি পিস্তল এবং গাজার প্যাকেটের ছবি প্রকাশ করেছে পুলিশ। তাদের দাবি, স্কটের কাছে এগুলো পাওয়া গেছে।

মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় ‍শার্লটে একটি অ্যাপার্টমেন্টের গাড়ি রাখার জায়গায় পুলিশের গুলিতে কিথ ল্যামন্ট স্কটের মৃত্যু হয়।

স্কটকে হত্যার পরপরই ওই এলাকায় বিক্ষোভ শুরু হয়। টানা তিন রাত ওই বিক্ষোভ চলে। বিক্ষোভকারীরা পুলিশের পোশাকে থাকা ভিডিও ক্যামেরায় ধারণ করা ঘটনার ফুটেজ জনসম্মুখে প্রকাশ করার দাবি জানায়।

স্কট নিহত হওয়ার চার দিন পর এই ভিডিও প্রকাশ করা হলো। তার স্ত্রীর মোবাইল ফোনে ধারণকৃত ভিডিওটি গত শুক্রবার প্রকাশ করা হয়েছে।

স্কটের পরিবারে দাবি করে আসছে, তার হাতে এই সময় কোনো পিস্তল ছিল না, ছিল বই।

শার্লট পুলিশ প্রধান ক্যার পুটনি বলেছেন, স্কটের হাতে অবশ্যই পিস্তল ছিল।

গতকাল শনিবার ড্যাশক্যাম ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, স্কট গাড়ি থেকে নেমে উল্টাপায়ে সামনের দিকে হেঁটে যাচ্ছেন। তার হাত তখন নিচের দিকে ছিল। হাতে কিছু ছিল কিনা তা স্পষ্ট বোঝা যাচ্ছে না। এরপর চারটি গুলির শব্দ শোনা যায় এবং স্কট মাটিতে পড়ে যান।

বডিক্যামেরার ফুটেজে দেখা যায়, স্কট গাড়ি থেকে বেরিয়ে আসছেন এবং তার হাত নিচের দিকে। ওই ফুটেজে গুলিবর্ষণের মুহূর্তের কিছু ধরা পড়েনি।

বিবিসি’র ওয়াশিংটন প্রতিনিধি ভিডিও দুইটি দেখেছেন। তিনি বলেন, স্কটের হাতে পিস্তল ছিল কিনা বা তিনি পুলিশের দিকে পিস্তল তাক করেছিলেন কিনা ভিডিওতে সেই প্রশ্নের উত্তর নেই।

স্কটের পরিবারের আইজীবী সাংবাদিকদের বলেন, এই ভিডিও ফুটেজ প্রকৃত ঘটনা নিয়ে আরও প্রশ্নের জন্ম দিয়েছে। কারণ, ভিডিওতে ‘স্কটের হাতে কোনো বন্দুক দেখা যায়নি।’

https://youtu.be/HH6pPcxIQVM?t=158

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button