আন্তর্জাতিকলিড নিউজ
শান্তিনিকেতনে ‘বিশ্বকবির’ ১৫৭ তম জন্মদিন পালিত

এবিএনএ : শান্তিনিকেতনে পালিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্ম জয়ন্তী। বরাবরের মতো এবারও ভোর ৫ টায় গৌরপ্রাঙ্গণে শুরু হয় বৈতালিক। সাড়ে ৫ টায় উত্তরায়ণে শুরু হয় কবিকন্ঠ। পরে সাতটায় উপাসনা গৃহে বৈদিক মন্ত্রপাঠ, ব্রহ্ম উপাসনা, পাঠ, রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে পালিত হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭ তম জন্ম জয়ন্তী।
‘বিশ্বভারতীতে শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার উপর একটি বড় বইয়ের দোকান ও কবিগুরুর বিভিন্ন সময়ের ছবির প্রদর্শনী করা হোক’ মঙ্গলবার কবির ১৫৭ তম জন্ম দিবসের অনুষ্ঠানে এই দাবি তুললেন আশ্রমিক তথা শিল্পী যোগেন চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য স্বপন কুমার দত্ত, শিল্পী যোগেন চৌধুরী, আশ্রমবাসী আলপনা রায় সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অধ্যাপক, কর্মী ও অন্যান্য আশ্রম বাসীরা।
অনুষ্ঠান শেষে সকাল সাড়ে ৮ টায় দক্ষিণায়নের মাধবী বিতানে শুরু হয় কবি বরণ অনুষ্ঠান। সেখানেও কবির লেখা গান, পাঠের মধ্য দিয়ে পালিত হয় জন্ম দিবস। সাড়ে ১০ টায় বরীন্দ্রভবনে কবির ব্যবহৃত চেয়ারে রীতি অনুযায়ী মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য ও অন্যান্য বিশিষ্টজনেরা।
এখানে একটি অনুষ্ঠানে উত্তর-পূর্ব ভারত ও বাংলাদেশের কিছু এলাকার আদিবাসীদের ব্যবহৃত চাকমা ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতাঞ্জলি’ বইটি প্রকাশিত হয়। এছাড়া, একই সাথে কবির জাপান যাত্রার ১০০ বছর পূর্তির উপর একটি বইসহ বিশ্বভারতীর ত্রৈমাসিক তিনটি পত্রিকা প্রকাশিত হয়।এছাড়াও শিল্পসদনের উদ্যোগে ‘হ্যান্ডলুম টেক্সস্টাইল অ্যান্ড ন্যাচারাল ডায়েস’ নামক একটি পুস্তিকাও প্রকাশিত হয়। এদিন কবিগুরুর দুষ্পাপ্য পাঁচটি ছবি নিয়ে একটি অ্যলবামের সেটও প্রকাশ করেছে বিশ্বভারতী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখতে গিয়ে শিল্পী যোগেন চৌধুরী বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনা, ভিন্তা, আদর্শকে শুধু বিশ্বভারতীর মধ্য সীমাবদ্ধ রাখলেই হবে না। বিস্তার ঘটাতে হবে। শুধুমাত্র কবিগুরুর লেখনীর উপর একটি বইয়ের দোকান বিশ্বভারতীতে হয় তাহলে খুব ভালো হবে। এছাড়া, কবির বিভিন্ন সময়ের ছবি নিয়ে একটি প্রদর্শনী হলে বহিরাগত পর্যটকেরা দেখতে পারবেন, জানতে পারবেন। আমরা সবাই চাই রবীন্দ্রনাথকে জানতে, তাঁর সৃষ্টিকে নিয়ে বেঁচে থাকতে।
বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য স্বপন কুমার দত্ত বলেন, কবিগুরুর বিভিন্ন সময়ের ছবি, শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী স্থান গুলির ছবি পোস্টকার্ড, অ্যালবাম আকারে পাওয়া যাবে। এরজন্য একটি সংগ্রহকেন্দ্র করার চিন্তা ভাবনা রয়েছে। আমরা কবির আদর্শ, ভিন্তা চেতনার ধারক ও বাহক।
সকালের অনুষ্ঠান শেষে এদিন সন্ধ্যা সাতটায় গৌরপ্রাঙ্গণে পাঠভবনের পড়ুয়ারা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘শাপমোচন’ নৃত্যনাট্যটি পরিবেশন করেন।
Share this content: