এবিএনএ: নিজের জন্মদিনে মার্কিন মুলুক থেকে নতুন ছবির ঘোষণা দিলেন শাকিব খান। ‘রাজকুমার’ নামে এ ছবিতে তার নায়িকা মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। ছবিটি পরিচালনা করবেন হিমেল আশরাফ। শাকিবের বিপরীতে কে অভিনয় করছেন- এ নিয়ে সবার আগ্রহ ছিল তুঙ্গে। অবশেষে জানা গেল কোর্টনির পরিচয়। তিনি মার্কিন নাগরিক। সেখানেই তার জন্ম ও বেড়ে ওঠা।
তার প্রকৃত নাম কোর্টনি বিসনেট। উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি। অভিনেত্রী হিসেবে তিনি খুব পরিচিত নন। যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র বিষয়ে পড়াশোনা করেছেন। যুক্ত আছেন থিয়েটারের সঙ্গে। নিউইয়র্কের বাসিন্দা কোর্টনি নিজেকে প্রযোজক হিসেবে পরিচয় দিতেই বেশি পছন্দ করেন। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ফিচার ফিল্ম প্রযোজনা করেছেন।
‘সামার ইন দ্য সিটি’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সহযোগী প্রযোজক ছিলেন। এ ছাড়া বেশ কয়েকটি বিজ্ঞাপনী প্রতিষ্ঠানে সহযোগী প্রযোজক হিসেবে কাজ করেছেন। শুধু তাই নয়, চলচ্চিত্র ও নারীবিষয়ক নানা বিশ্নেষণধর্মী প্রবন্ধও লেখেন তিনি। জানা গেছে, অর্ধশতাধিক মার্কিন অভিনেত্রীর মধ্য থেকে অডিশনের মাধ্যমে নির্বাচিত হয়েছেন কোর্টনি। বাংলাদেশের শীর্ষ নায়কের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে আনন্দিত এই মার্কিন অভিনেত্রী। শাকিবের প্রতি মুগ্ধতাও ঝরে তার কণ্ঠে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের একটি কনভেনশন সেন্টারে ছবির নাম ঘোষণার ওই অনুষ্ঠানে কোর্টনি বলেন, “খুবই ভালো লাগছে ‘রাজকুমার’ সিনেমায় সম্পৃক্ত হতে পেরে। সিনেমার গল্প খুব সুন্দর। আর শাকিব খান গ্রেট অ্যাক্টর। তার সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। সবাই আমার জন্য দোয়া করবেন।”
কোর্টনি সম্পর্কে নির্মাতা হিমেল আশরাফ বলেন, ‘কোর্টনি কফির সঙ্গে আগে কখনও পরিচয় ছিল না। নায়িকা খোঁজার দায়িত্বটা আমরা পেশাদার একটি এজেন্সিকে দিয়েছিলাম। তারা ৮৭ জনের তালিকা আমাদের প্রথমে দেয়। এরপর কয়েকটি ধাপ পেরিয়ে সেরা তিনজন নির্বাচিত হয়। শেষ পর্যন্ত কোর্টনি কফিই আমাদের সঙ্গে আছেন।’ ছবিটি প্রযোজনা করছে শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস। জানা গেছে, আগামী জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে ছবির শুটিং শুরু হবে। নিউইয়র্ক ছাড়াও আমেরিকার বেশ কয়েকটি শহরে এর কাজ চলবে বলে জানিয়েছেন নির্মাতা।