জাতীয়বাংলাদেশলিড নিউজ

শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত জব্বার

এবিএনএ : আগারগাঁওয়ের বেতার প্রাঙ্গণে প্রথম জানাজা শেষে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কণ্ঠযোদ্ধা আব্দুল জব্বারের লাশ শহীদ মিনারে নেয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বেতার প্রাঙ্গণে কণ্ঠশিল্পীর প্রথম জানাজায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ তার সহকর্মী, শুভাকাঙ্ক্ষিসহ ভক্তরা অংশ নেন।
এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য বেলা ১১টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
এরপর বিকালে রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন সম্পন্ন হবে।আবদুল জব্বারের ছেলে বাবু জব্বার জানান, তার বাবার শেষ ইচ্ছে ছিল মৃত্যুর পর মরদেহ যেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হয়। কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনার পর তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের সিদ্ধান্ত হয়েছে। এর আগে বুধবার সকালে মৃত্যুর পর তার মরদেহ আল-মারকাজুলে গোসল ও কাফন সম্পন্নের পর দুপুর ১২টার দিকে রাজধানীর ধানমণ্ডিতে নিজ বাসভবনে নেয়া হয়।

Share this content:

Back to top button