বাংলাদেশরাজনীতিলিড নিউজ

শরিকদের বিরোধী দলে থাকাটাই ভালো: কাদের

এবিএনএ: মহাজোটের শরিকদের বিরোধী দলে থাকাটাই ভালো বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, মহাজোটের শরিকরা বিরোধী দলে থাকলে আমাদের জন্য ভালো, তাদের জন্যও ভালো, সরকারের জন্যও ভালো। শক্তিশালী বিরোধী দল থাকলে সংসদে কনস্ট্রাক্টিভ আলোচনা হবে। এতে সরকারের ভুল সংশোধন এবং সমালোচনার সুযোগ থাকবে।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পাওয়ায় বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশের প্রস্তুতি পরিদর্শকালে তিনি এসব মন্তব্য করেন। এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে জানতে চান সাংবাদিকরা। এর উত্তরে ওবায়দুল কাদের বলেন, বেপরোয়া চালক যেমন দুর্ঘনার কারণ রাজনীতিতেও বেপরোয়া চালকের কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে আমার ভয় হয়।

১৪ দলের শরিকদের সঙ্গে আওয়ামী লীগের কোনোরকম টানাপোড়েন নাই উল্লেখ করে তিনি বলেন, মহাজোট হচ্ছে রাজনৈতিক কৌশলগত জোট আর ১৪ দলের সঙ্গে আমাদের আদর্শিক জোট। শরিকদের সঙ্গে যদি কোনো সমস্যা থাকে তা আলোচনার মাধ্যমে সমাধান হবে।  ‘১৪ দল আওয়ামী লীগের আদর্শিক জোট। আর জাতীয় পার্টি কৌশলগত জোটের অংশ। তারা শুধু নির্বাচনি শরিক। কাজেই ১৪ দলের শরিকরা সংসদে কী ভূমিকায় থাকবেন সেটা আলোচনার মাধ্যমেই ঠিক করা হবে।’

Share this content:

Related Articles

Back to top button