খেলাধুলা

মাশরাফি নৈপুণ্যে খুলনাকে হারাল কুমিল্লা

এবিএনএ : বিপিএলে মাশরাফি বিন মুর্তজার অলরাউন্ড নৈপুণ্যে খুলনাকে ৫ উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লার এই জয়ে শেষ চারে ওঠার লড়াইটা আরও জমজমাট হয়ে উঠলো।

খুলনার দেয়া ১৪২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৮ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় পায় গত আসরের চ্যাম্পিয়নরা। মাশরাফি বল হাতে ৩ উইকেট নেয়ার পর ব্যাট হাতে ১১ বলে করেন ২০ রান। এর আগে শুক্রবার শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে খুলনা টাইটানসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান কুমিল্লার অধিনায়ক মাশরাফি। ব্যাট করতে নেমে মাহমুদুল্লাহ রিয়াদের অনবদ্য ব্যাটিংয়ে ১৪১ রান সংগ্রহ করে খুলনা টাইটানস।

মাহমুদুল্লাহ রিয়াদ ৩৮ বলে ৪০ রানের অনবদ্য ইনিংস খেলেন। এছাড়াও হাসানুজ্জামান ২৯ রান করেন। মাশরাফি চার ওভার বোলিং করে মাত্র ১৬ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। ১৪২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মারলন স্যামুয়েলসের দায়িত্বশীল ব্যাটিং এবং মাশরাফি ও লিটন কুমার দাসের ঝড়ো ব্যাটে ৮ বল হাতে রেখেই জয় পায় কুমিল্লা। স্যামুয়েলস ৫৭ বলে ৬৯ রান করে অপরাজিত থাকেন। এছাড়া লিটন ১১ বলে ২৪ রানে অপরাজিত থেকে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন।

Share this content:

Related Articles

Back to top button