জাতীয়বাংলাদেশলিড নিউজ

শপথ নিলেন সংসদ সদস্য মেরিনা জাহান

এবিএনএ: সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মেরিনা জাহান শপথ নিয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনের শপথ কক্ষে তাকে শপথ পাঠ করান। সংসদ সচিবালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন উপস্থিত ছিলেন। সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। শপথ গ্রহণ শেষে রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন তিনি।

উল্লেখ্য, গত ২ নভেম্বর ওই আসনে উপ-নির্বাচনে এক লাখ ১০ হাজার ৫৮০ ভোট পেয়ে বিজয়ী হন আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মেরিনা জাহান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (এরশাদ) লাঙ্গল প্রতীকের প্রার্থী মোক্তার হোসেন ৫৩৫ ভোট পান। গত ২ সেপ্টেম্বর সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

Share this content:

Related Articles

Back to top button