আন্তর্জাতিকলিড নিউজ
প্রকাশ্যে গাড়ি চালাচ্ছে সৌদি নারীরা

এবিএনএ : দেশের ইতিহাসে প্রথমবারের মতো ড্রাইভিং সিটে বসার সুযোগ পেয়েছে নারীরা। রবিবার নিষেধাজ্ঞা তুলে নেয়ার কয়েক মিনিট পরই ব্যস্ত রাস্তায় স্টিয়ারিং হাতে দেখা গেছে নারীদের।সৌদি নারীদের জন্য যেটি ছিল অকল্পনীয়। ব্যবসা, কাজে যেতে বন্ধুদের সঙ্গে দেখা করতে কিংবা বাচ্চাকে স্কুলে রেখে আসতেও স্বামী, বাবা, ভাই ও পুরুষ গাড়ি চালকদের ওপর এতদিন নির্ভর করতে হতো সৌদি নারীদের। এখন লাইসেন্স থাকলেই তারা গাড়ি চালানোর সুযোগ পাচ্ছেন। এজন্য তারা দেশটির বাদশাহ এবং ক্রাউন প্রিন্সকে ধন্যবাদ জানিয়েছেন। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর স্থানীয় সময় রাতেই গাড়ি নিয়ে রাজপথে নামেন হেসাহ আল-আজাজি। তিনি বলেন, ‘আমি ভাষা হারিয়ে ফেলেছি। এটি সত্যি সত্যি ঘটছে দেখে আমি রোমাঞ্চিত।
Share this content: